ডানকুনির চাকুন্দিতে ভায়াবহ আগুন। আগুন নেভাতে ঘটনাস্থলে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন যায়। চাকুন্দির চাড্ডা কমপ্লেক্সে তিল থেকে তেল তৈরি হওয়ার কারখানায় সেমবার রাত আটটা নাগাদ আগুন লাগে। খবর পেয়ে ডানকুনি ফায়ার ব্রিগেড থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকলকর্মীদের। পরে আরও তিনটি ইঞ্জিন আনা হয়। বাইরে থেকে সেই তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। খবর দেওয়া হয় ডানকুনি থানায়। তেল সহ প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। কি কারণে আগুন লাগল তা এখনো জানা যায়নি। স্থানীয় বাসিন্দা, সম্রাট ভৌমিকের কথায়, রাত ৮টা নাগাদ আগুন লাগে। তিল তৈরি হত এই কারখানায়। যদিও দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, প্রচুর দাহ্য তেল রাখা ছিল। সেই থেকেই আগুন লাগে। কে বা কারা এত তেল মজুত করে রেখেছিল, তা নিয়ে তদন্ত করা হবে।
Fire
ডানকুনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড
×
Comments :0