ছোট হয়ে যাচ্ছে জাতীয় সড়ক জিটি রোডের পরিসর, যত্রতত্র ফুটপাতে পড়ে রয়েছে নির্মাণ সামগ্রী। দুর্ঘটনার আশঙ্কায় পথ পেরোচ্ছেন বাসিন্দারা।
শনিবার এমনই ছবি ধরা পড়লো বৈদ্যবাটি জোড়া অশ্বত্থতলায়। ফুটপাত জুড়ে কোথাও ষ্টোনচিপের পাহাড় কোথাও বা বালির। রাস্তার দু ধারে গড়ে উঠছে বহুতল।
কোথাও আবার ভিতের জন্য মাটি খুঁড়ে জড়ো করে রাখা হয়েছে ফুটপাতে। এমনিতেই বৈদ্যবাটি গেট থেকে ভদ্রেশ্বর তেলেনিপাড়া পর্যন্ত জিটি রোড অপরিসর।
স্থানীয় এক বাসিন্দা জানান ফুটপাত বাঁধিয়ে পথচারীদের জন্য সুষ্ঠু ব্যবস্থা করা হয় না। রাস্তার ধারে ফুটপাতে বালি ষ্টোনচিপ ফেলে রাখলে আমরা যাবো কোথায়?
তিনিই জানাচ্ছে, সেদিন দেখলাম একজন সাইকেল চালিয়ে যাচ্ছিলেন বালির পাহাড় এড়াতে গিয়ে জিটিরোডের ওপর পড়ে গেলেন। কোনক্রমে বেঁচে গেছেন। জিটি রোড সংলগ্ন একজন সবজি ব্যবসায়ীর ক্ষোভ, " রাস্তার ফুটপাতে সবজি বেচা হয় মাত্র ২ ঘন্টা। তাতেই শাসকদলের ছেলেদের টাকা দিতে হয়। অন্যদিকে ফ্ল্যাট হচ্ছে তার জন্য ফুটপাত দখল হয়ে যাচ্ছে, সবাই দেখেও দেখেনা।
শাসকদলের নেতাদের পকেটে কাটমানি গেলেই হল। পুলিশ তো ওই জোড়া অশ্বত্থতলাতেই থাকে তারাও কোন উদ্যোগ নেয় না।
Comments :0