নতুন করে আবরও হিংসা ছড়ালো মণিপুরে। হিংসায় দুই বেসামরিক লোক আহত হয়েছে। এদিন ইম্ফলে এই হিংসা ছড়ায় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে। উত্তেজিত জনতা বিজেপি নেতাদের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছিল, কর্মকর্তারা পিটিআইকে জানিয়েছেন।
হিংসা বিধ্বস্ত মণিপুরে, মে মাসে কুকি এবং মেইতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে হিংসা ও অগ্নিসংযোগের চেষ্টার একাধিক ঘটনা রিপোর্ট করা হয়েছে। মণিপুরে এদিনের হামলাগুলি হল কেন্দ্রীয় মন্ত্রী আর কে রঞ্জন সিং-এর বাড় প্রায় ১২০০ জনের একটি ক্ষিপ্ত মানুষের দল দ্বারা জ্বালিয়ে দেওয়ার একদিন পরে।
পৃথক ঘটনায়, মণিপুরের বিষ্ণুপুর জেলার কোয়াকতা এবং চুরাচাঁদপুর জেলার কাংভাই থেকে রাতভর স্বয়ক্রিয় অস্ত্র সহ গুলির লড়াইয়ের খবর পাওয়া গেছে, সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। ইম্ফল পশ্চিমের ইরিংবাম থানা থেকে অস্ত্র লুট করার চেষ্টা করা হয়েছিল। তবে কোনো অস্ত্র চুরি হয়নি।
জনতা মধ্যরাতে ইম্ফল পশ্চিমে রাজ্য বিজেপি সভাপতি অধিকারীমায়ুম শারদা দেবীর বাসভবনেও ভাঙচুরের চেষ্টা করেছিল, কিন্তু সেনাবাহিনী এবং র্যাফ দ্বারা তা প্রতিরোধ করা হয়।
Comments :0