Godown collapses in thane

মহারাষ্ট্রে দোতলা গোডাউন ধসে আটক বহু

জাতীয়

শনিবার মহারাষ্ট্রের থানে জেলায় অবস্থিত ভিওয়ান্ডিতে একটি দোতলা গোডাউন ধসে পড়েছে। একজন আধিকারিক জানিয়েছেন, ধসের ফলে বহু লোক, যারা গোডাউন প্রাঙ্গনে বাস করে এবং কাজ করে, ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েছেন।
আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সেলের প্রধান অবিনাশ সাওয়ান্ত ইতিমধ্যেই মানকোলির ভালপাদা এলাকায় যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছেন।
ভিওয়ান্ডি, থানে এবং অন্যান্য আশেপাশের এলাকা থেকে দমকলের ইঞ্জিনগুলিকে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য মোতায়েন করা হয়েছে।

Comments :0

Login to leave a comment