Panchayat vote 2023

মালদহে তৃণমূল ও বিজেপি ছেড়ে সিপিআই(এম)-এ যোগদান শতাধিকের

জেলা

পঞ্চায়েত নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই মানুষ তৃণমূল ও বিজেপি ছেড়ে লাল ঝান্ডা তুলে নিচ্ছেন।  দুর্নীতি মুক্ত  পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্য নিয়ে সিপিআই(এম) এ সামিল হচ্ছেন মানুষ। শনিবার গাজোল ব্লকের  পান্ডুয়া অঞ্চলের মুদাপুর বুথের ৬০টি পরিবারের ১৩০ জন ভোটার তৃণমূল ও বিজেপি ছেড়ে সিপিআই(এম)এর ঝান্ডা তুলে নিল। এরফলে ঐ এলাকার কর্মীদের ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। এদিনের এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন সিপিআই(এম)এর গাজোল দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক মশে মুর্মূ , জেলা কমিটির সদস্য সুজিত দাস, পান্ডুয়া অঞ্চলের নির্বাচন কমিটির আহ্বায়ক শুকলাল মুর্মূ, ছাত্র নেতা কমল রায়, সহ পার্টি নেতৃত্ব তুলেন সরকার, সীতারাম মন্ডল, আনন্দ সরকার সহ পার্টি নেতা কর্মীরা।

Comments :0

Login to leave a comment