ICDS PROTEST RALLY

কলকাতা কর্পোরেশনের সামনে
বিক্ষোভ আইসিডিএস কর্মীদের

রাজ্য

ICDS PROTEST RALLY কলকাতা কর্পোরেশনের সামনে বিক্ষোভ সভা।

আনাজের দাম বাড়ে। বাড়ে না অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বরাদ্দ। অথচ দেশে মা ও শিশুদের পুষ্টি নিশ্চয়তা দাঁড়িয়ে আছে সংশ্লিষ্ট প্রকল্প আইসিডিএস’র ওপর। যাঁরা বাঁচিয়ে রাখেন অঙ্গনওয়াড়ি কেন্দ্র সেই কর্মীদের মেলে না বেঁচে থাকার মতো ভাতা। নেই অবসরকালীন সুবিধা। 

বঞ্চনার প্রতিবাদে বুধবার কলকাতা কর্পোরেশনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন আইসিডিএস কর্মীরা। বক্তব্য রেখেছেন সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী প্রমুখ। 

সমাবেশে দাবি উঠেছে, ২০১৪’তে অবসর নিয়েছেন যাঁরা তাঁদের এককালীন ৩ লক্ষ টাকা করে দিতে হবে। কর্মীদের জন্য ৫ হাজার টাকা পেনশন দিতে হবে। কর্মী নেওয়া হচ্ছে না। ফলে একেকজনের ওপর নতুন কেন্দ্রের দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে অতিরিক্ত ৫ হাজার টাকা করে দিতে হবে। 

আইসিডিএস কর্মীরা দাবি তুলেছেন যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী গ্র্যাচুইটি দিতে হবে। তেমনই অর্থ বরাদ্দ বাড়াতে হবে মা ও শিশুদের খাদ্যের জন্য। 

বিক্ষোভ সভায় সভাপতিত্ব করছেন আইসিডিএস আন্দোলনের নেত্রী রত্না দত্ত। রয়েছেন সিআইটিইউ পশ্চিমবঙ্গ কমিটির সভাপতি সুভাষ মুখার্জিও।

ছবি: রবীন গোলদার ও মনোজ আচার্য

Comments :0

Login to leave a comment