প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট। ICSE (দশম শ্রেণি)-তে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২,৩১,০০০। অপরদিকে, প্রায় ৯০,০০০ হাজার পড়ুয়া ISC (দ্বাদশ শ্রেণি)-এর পরীক্ষা দিয়েছে চলতি বছরে। ফলাফল দেখার জন্য ওয়েবসাইটে গিয়ে ছাত্রছাত্রীদের কোর্স কোড, ইনডেক্স নম্বর, ক্যান্ডিডেট ইউআইডি এবং ক্যাপচা কোড দিতে হবে cisce.org বা results.cisce.org
দেশে মোট ন'জন প্রথম হয়েছে। তাদের মধ্যে আছে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্সের স্কুলের ছাত্র সম্বিত মুখোপাধ্যায়।
কিভাবে দেখবেন?
১) কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) অফিসিয়াল ওয়েবসাইট cisce.org বা results.cisce.org-তে যেতে হবে।
২) সরাসরি রেজাল্টের পেজ খুলে যাবে। ‘COUNCIL FOR THE INDIAN SCHOOL CERTIFICATE EXAMINATIONS’ এবং 'CISCE conveys its Best Wishes to all ICSE & ISC candidates'-র নীচে রেজাল্ট নীচে প্রথমে কোর্স বেছে নিতে হবে। এক্ষেত্রে ICSE বেছে নিতে হবে পড়ুয়াদের।
৩) তারপর ‘Index Number’, ‘Unique ID’ এবং ‘Captcha’ দিয়ে ‘Show Result’-তে ক্লিক করতে হবে।
৪) স্ক্রিনে CISCE বোর্ডের দশম শ্রেণির রেজাল্ট দেখাবে। তা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রেখে দিতে পারেন।
Comments :0