Covid 19 India

৬ হাজার ছুঁইছুঁই দেশের করোনা সংক্রমণ

জাতীয়

Covid 19 India

দেশে আবারও গতি বেড়েছে করোনা সংক্রমণের।
গত কয়েকদিন ধরেই দেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখি। প্রতিদিনই গোটা দেশে বৃদ্ধি পাচ্ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলায় উদ্বিগ্ন চিকিৎসামহল। একদিনে গোটা দেশে আক্রান্ত হয়েছেন আরও ৫ হাজার ৮৮০ জন। এই মুহূর্তে দেশের করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ১৯৯ জন। সোমবার সকালে এমনই তথ্য জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে।

কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। দিল্লিতে ৪ জন, হিমাচল প্রদেশে ৪ জন এবং একজন করে প্রাণ হারিয়েছেন গুজরাট, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, রাজস্থানে। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৮৮ জন। দিল্লিতে আক্রান্ত ৬৯৯ জন।

রিপোর্ট অনুযায়ী, দেশে দৈনিক সংক্রমণের হার ৭ শতাংশের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার ৬.৯১ শতাংশ। করোনা সংক্রমণে এখনো পর্যন্ত দেশে ৫ লক্ষ ৩০ হাজার ৯৭৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠছেন ৪ কোটি ৪১ লক্ষ ৯৬ হাজার ৩১৮ জন। 
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় কেরালা, হরিয়ানা ও পদুচেরীতে আবারো মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। 

Comments :0

Login to leave a comment