ISRAEL PALESTINE CONFLICT

গাজায় আক্রমণ চালালো ইজরায়েল

আন্তর্জাতিক

গাজায় হামাসের ক্যাম্পে বিমান হামলা ইজরায়েলের। বুধবার ভোরে ইজরায়েলের তরফে বিবৃতি দিয়ে বলা, ইসরায়েলি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গাজা থেকে কয়েক ডজন রকেট নিক্ষেপ করা হয়েছে, তার প্রত্যুত্তরেই এই হামলা।

 

ইজরায়েলি হেফাজতে একজন প্যালেস্তিনীয় অনশনকারীর মৃত্যুর প্রতিক্রিয়ায় গাজার সশস্ত্র গোষ্ঠীগুলি ইসরায়েলের দিকে রকেট ব্যারেজ নিক্ষেপ করার পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। প্রতিবেদনে বলা হয়েছে যে গাজা উপত্যকার বেশ কয়েকটি অংশে একাধিক বিমান হামলা হয়েছে এবং ইসরায়েলি সামরিক বাহিনী তাদের লক্ষ্যবস্তু "হামাস প্রশিক্ষণ শিবির"এ পালটা হামলা করেছে। ইজরায়েলি কর্মকর্তারা বলেছেন, গাজা থেকে 'দিনব্যাপী' হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে।

Comments :0

Login to leave a comment