Jadavpur University follow up

সিসি ক্যামেরা বসেছে যাদবপুরে

কলকাতা

 

এক সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা বসানো নিয়ে বিস্তর আন্দোলন করেছিল ছাত্ররা। তারপর কেটেছে দীর্ঘ সময়। বর্তমানে র্যাগিংয়ের জেরে ছাত্র মৃত্যু নিয়ে শিরোনামে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। তবে অতীতের সব বাধা সরিয়ে অবশেষে যাদবপুর ক্যাম্পাসে বসল সিসি ক্যামেরা। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি গেটে বসছে সিসি ক্যামেরা সঙ্গে হোস্টেলের গেটেও। সিসি ক্যামেরা বসানো হচ্ছে তা নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আর কোথাও কোথাও সিসি ক্যামেরা লাগান যায় সেই বিষয়টি দেখা হচ্ছে বলে জানান তিনি।


ছাত্র মৃত্যুর ঘটনায় পুলিশের সঙ্গে তদন্ত চালাচ্ছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কর্তৃপক্ষ। এদিনই যাদবপুরের ঘটনায় আরও দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। হোস্টেলের নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসাবাদ করে মনোতোষ ও দীপশেখর নামে দুই ছাত্রের নাম জানতে পেরেছে পুলিশ। শনিবার তাদেরই আলিপুর আদালতে পেশ করে পুলিশ। তাদের বিরুদ্ধে হোস্টেলে পুলিশ ঢুকতে বাঁধা দেওয়ার অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। জয়দীপ ঘোষ নামেও আরও এক ছাত্রের নাম উঠে এসেছে। সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন ছাত্র। ২০২১ এ সে পাশ করে। একবর ছাত্র সংসদ নির্বাচনে দাঁড়িয়েও হেরে যায় সে। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা জয়দীপ ঘটনার দিন কি করছিল তার তদন্ত করছে পুলিশ।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন