কর্ণাটকের ২২৪ টি বিধানসভা আসনে ভোট চলছে। এই আসনগুলিতে ২,৬১৫ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, অভিনেতা প্রকাশ রাজ এবং ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি ভোটার লাইনে দাঁড়িয়ে ভোট দেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বোম্মাই এবং কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া, শিবকুমার এবং জগদীশ শেত্তারও লাইনে দাঁড়িয়ে ভোট দেন। রাজ্যে নতুন সরকার নির্বাচন করতে ভোট দেবেন ৫ কোটিরও বেশি মানুষ। রাজ্যে ক্ষমতাসীন বিজেপি, কংগ্রেস এবং জেডিএসের মধ্যে ত্রিমুখি প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে।
Karnataka election
কর্ণাটক বিধানসভা ভোট
×
Comments :0