খলিস্তান সমর্থকদের একটি দলের ব্রিটেনে ভারতীয় হাইকমিশনের দপ্তরের বাইরে বিক্ষোভ। বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিংয়ের পতাকা ও পোস্টার নিয়ে স্লোগানও দেয়। সিং-এর ছবি সহ পোস্টারগুলিতে বলা হয়েছে: FreeAmritpalSingh, WeWantJustice, WeStandWithAmritpalSingh
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভিডিওগুলিতে দেখা গেছে, একজন ব্যক্তিকে 'খালিস্তান জিন্দাবাদ' স্লোগান দিতে দিতে হাইকমিশনের দেয়াল থেকে ভারতীয় পতাকা নামাতে উদ্যত হতে। যদিও, টুইটারে পোস্ট করা ভিডিওগুলির সত্যতা পরীক্ষা করতে পারেনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
পুলিশ আসে বিক্ষোভ বন্ধ করতে। তবে, আন্দোলনকারীরা তাদের "ভারত সরকার, ধিক্কার" স্লোগান দিতে থাকে।
এই ঘটনার পর, ভারতে ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিস টুইট করে ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি লিখেছেন: "আমি আজ ভারতীয় হাইকমিশনের লোকজন এবং প্রাঙ্গণের বিরুদ্ধে ন্যক্কারজনক কাজের নিন্দা জানাই যা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।"
Comments :0