মাদুরাই স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে লাগল আগুন। শনিবার ভোট সাড়ে পাঁচটায় আগুন লাগে একটি প্রাইভেট কোচে। জানা গিয়েছে যাত্রীরা লক্ষ্ণৌ থেকে আসছিলেন।
পুলিশ বলেছে যে যাত্রীদের কাছে গ্যাস সিলিন্ডার ছিল। এই কামরা নিজেদের জন্য ভাড়া করে আসছিলেন তাঁরা। ঘটনায় আহত অন্তত ২০ জন।
দমকল কর্মীরা সকাল সাড়ে সাতটা নাগাদ আগুন নিভিয়ে ফেলেন। মাদুরাইয়ের জেলাশাসকও ছুটে আসেন ঘটনাস্থলে। সাদার্ন রেল প্রেস বিবৃতিতে জানিয়েছে, ২৫ আগস্ট নাগেরকয়েল জংশনে পুনালুর-মাদুরাই এক্সপ্রেসে এই ব্যক্তিগত ভাড়া নেওয়া কোচটি যুক্ত করা হয়। মাদুরাইয়ে কোচটিকে ট্রেন থেকে বি্ছিন্ন করে রাখা ছিল। এই কোচের যাত্রীরা লুকিয়ে রান্নার গ্যঅস নিয়ে উঠেছিলেন। তাঁরা চা বা এমন কিছু তৈরি করছিলেন কোচেই। তা থেকে আগুন লেগে যায়।
সাদার্ন রেল আরও বলেছে, ১৭ আগস্ট লক্ষ্ণৌ থেকে এই যাত্রীরা রওনা হয়েছিলেন। রবিবার তাঁদের চেন্নাইয়ে ফেরার কথা ছিল। সেখান থেকে লক্ষ্ণৌয়ে রওনা হওয়ার কথা ছিল।
আইআরসিটি’র নিয়ম অনুযায়ী ব্যক্তিগত ভাবে রেলের কোচ ভাড়া পাওয়া যায়। তবে তাতে রেলে আর সব কামরার মতোই নিয়ম এক। দাহ্য নেওয়ার নিয়ম নেই।
রেল জানিয়েছে, মৃতদের নিকটজনকে ১০ লক্ষ করে টাকা দেওয়া হবে।
Comments :0