বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার চাঁদিপুরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের দাবি। স্থানীয়রা ও একজন প্রত্যক্ষদর্শী জানায়, শেখ ইসরাফিল নামে ওই ব্যক্তি রাস্তার পাশে ছিলেন, যখন গাড়িটি তাকে ধাক্কা দেয়।
ওই গাড়িটি নন্দীগ্রাম বিধায়কের কনভয়ের অংশ ছিল কিনা তা পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি, দুর্ঘটনার কারণে স্থানীয়রা এক ঘণ্টারও বেশি সময় ধরে রাস্তা অবরোধ করে এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তার কঠোর শাস্তি দাবি করে।
একজন বিক্ষোভকারীর মতে, দুর্ঘটনার সময় তিনি দুর্ঘটনাস্থল থেকে মাত্র কয়েক মিটার দূরে একটি স্থানীয় দোকানে চা খাচ্ছিলেন।
আলী আরও অভিযোগ করেন, দুর্ঘটনার পর গাড়িটি কয়েক মিটার পিছিয়ে যায় এবং এক ব্যক্তিকে ছিটকে পড়ে থাকতে দেখে গাড়ির চালক গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। চালক মদ্যপান করে থাকতে পারেন বলেও দাবি করেন বিক্ষোভকারীরা।
দুর্ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লোকটির দেহ তমলুক হাসপাতালে পাঠানো হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
শুভেন্দু অধিকারী বা বিজেপির কোনও নেতা এই বিষয়ে মন্তব্য করেননি।
Comments :0