প্রায় দুমাসের কাছাকাছি সময় ধরে মনিপুরে হিংসার অব্যাহত। এবার পুড়ল মণিপুরের মন্ত্রী এল সুশিন্দ্র গোডাউন। পশ্চিম মণিপুরের চিঙ্গারেলে মণিপুরের এই মন্ত্রীর গোডাউনে আগুন লাগিয়ে দেয় একদল দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে সম্পূর্ণ গোডাউনটি ভষ্মীভূত হয়েছে গেছে। একই কায়দায় খুরাইতে আরেক মন্ত্রীর বাড়িতেও আগুন লাগানের চক্রান্ত করেছিল দুষ্কৃতীরা। কিন্তু সেখানে পুলিশ লাগাতার কাঁদানে গ্যাস ছুড়ে যাওয়ায় ছত্রভঙ্গ হয়েছ যায় দুষ্কৃতীরা।
ইতিমধ্যে মণিপুর হিংসায় প্রাণ হারিয়ছেন কমপক্ষে ১০০ জন। ঘর ছাড়া বহু মানুষ। এখন শান্ত হয়ণি পরিবেশ। এদিকে মণিপুর হিংসার জেরে বাজারে চরচরিয়ে বাড়ছে আদার দাম। মেইতেই ও কুকি এই দুই গোষ্ঠির মধ্যে হিংসা দমাতে একেবারেই অক্ষম কেন্দ্র ও মণিপুর সরকার। ইতিমধ্যে সেখানকার সাধারণ মানুষ মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের পদত্যগ দাবি করেছে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বারবার সে রাজ্যে গিয়েও শান্ত করতে পারেনি পরিবেশ। মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে অবশেষে সর্ব দলীয় বৈঠকের ডাক দিলেন অমিত শাহ। শনিবার সাংসদ ভবনে এই বৈঠক বসে। আলোচনায় যোগ দিয়েছে প্রায় সব দলেরই প্রতিনীধীরা
Comments :0