Massive Earthquake

ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি

জাতীয় আন্তর্জাতিক

Massive Earthquake


মঙ্গলবার রাত ১০ টা ১৭ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠে দিল্লি। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৬। দিল্লি সহ উত্তর ভারতের আশাপাশের রাজ্যগুলিতে ভূমিকম্প হয়। কম্পন অনুভূত হয় পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু-কাশ্মীরে।  

এই ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা উত্তর ভারতে। ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন মানুষ। প্রায় ৪৫ সেকেন্ড ধরে তিন বার কম্পন হয়। 
এদিন আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চলে ভূমিকম্প হয়। প্রাথমিক খবর অনুসারে, ভূমিকম্পের কেন্দ্র ছিল আফগানিস্তানেই। কালাফগান অঞ্চলের ৯০ কিলোমিটার এবং ফইজাবাদের থেকে ১৩৩ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৭।  কেঁপে উঠেছে তুর্কমেনিস্থান, কাজাখস্তান, পাকিস্তান, উজবেকিস্তানও। শুধুমাত্র ভারত ও আফগানিস্তানে নয় পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর এবং পেশোয়ার থেকেও ভূমিকম্পের খবর পাওয়া গেছে। ভূমিকম্প হয়েছে তাজিকিস্তান, কিরঘিজস্তান এবং চীনেও।


ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে, ভূমিকম্পের পর আতঙ্কে অসংখ্য মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছেন।

Comments :0

Login to leave a comment