ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) সোমবার সন্ধ্যায় ওয়ান্ডে ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং TwoCircles.net-এর সিনিয়র সম্পাদক ইরফান মেহরাজকে সন্ত্রাসমূলক কাজে অর্থ জোগানোর মামলায় গ্রেপ্তার করেছে।
নয়াদিল্লির NIA থানায় নথিভুক্ত সন্ত্রাসমূলক কাজে অর্থ জোগানোর মামলায় মেহরাজকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র জানিয়েছে, মানবাধিকার কর্মী খুররম পারভেজকে দুই বছর আগে ২০২১ সালে একই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।
এই ঘটনা সম্পর্কে যারা জানেন তারা জানান, মেহরাজকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছে। এনআইএ অবশ্য এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও বিবৃতি জারি করেনি।
মিডিয়া রিপোর্ট অনুসারে, দিল্লিতে এফআইআর নম্বর RC-37/2020 নথিভুক্ত হলে মেহরাজকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইরফানের বিরুদ্ধে তদন্ত সংস্থা বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে মামলা করেছে।
রিপোর্ট অনুযায়ী, এফআইআর-এ মেহরাজকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন যেমন লস্কর-ই-তৈবা, হিজবুল-মুজাহিদিনের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ আনা হয়েছে।
Comments :0