উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার নয়ডার এক বাসিন্দার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে, কয়েক মাস পর নয়ডায় সংক্রমণের প্রথম ঘটনা ঘটেছে।
গৌতম বুদ্ধ নগরের চিফ মেডিক্যাল অফিসার ডাঃ সুনীল শর্মা বৃহস্পতিবার জানিয়েছেন, নয়ডায় বসবাসকারী ৫৪ বছর বয়সী ওই ব্যক্তি গুরগাঁওয়ের একটি বহুজাতিক সংস্থায় কাজ করেন। তাঁর পরীক্ষার নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য দিল্লিতে পাঠানো হয়েছে। ফলাফলের অপেক্ষায় রয়েছে।
জেলা নজরদারি কর্মকর্তা এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ অমিত কুমার জানিয়েছেন, এই মাসের শুরুতে এই রোগী নেপাল ভ্রমণ করেছিলেন এবং ফিরে আসার পরে তার গুরগাঁও অফিসে কাজ করতে গিয়েছিলেন।
কুমার বলেন, ‘‘রোগী উপসর্গবিহীন এবং তিনি নিজেই কোভিড-১৯ পরীক্ষা করাতে গিয়েছিলেন’’।
এদিকে, আবারও সংক্রমণ ছড়িয়ে পড়ার উদ্বেগের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ নাগরিকদের কোভিড-সাবধানতা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
Covid Noida
নয়ডায় ফের কোভিডের হানা
×
Comments :0