SFI KOLKATA

গার্ডেনরিচের মুদিয়ালি স্কুলের সামনে এসএফআইয়ের বিক্ষোভ

কলকাতা

ভেঙে পড়ছে স্কুলের বিভিন্ন অংশ। একাধিক ক্লাসরুমে ওপর থেকে ঝুলছে চাঙড়। গার্ডেনরিচের মুদিয়ালি স্কুল। একাধিকবার অভিভাবকরা কর্তৃপক্ষের দারস্থ হয়েছেন। দাবি জানিয়েছে স্কুল মেরামতি করার। কিন্তু কোন কাজ হয়নি। 

শুক্রবার স্কুলের সামনে বিক্ষোভ দেখালো এসএফআই কলকাতা জেলা কমিটি। তাদের দাবি অবিলম্বে স্কুলের মেরামতি করতে হবে। এই মর্মে প্রধান শিক্ষকের কাছে স্মারকলিপিও জমা দেয় এসএফআই নেতৃত্ব। জেলা সম্পাদক দিধীতি রায়, সভাপতি বর্ণনা মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব। প্রধান শিক্ষকের দাবি তারা অন্যত্র স্কুল সড়িয়ে নিয়ে গিয়ে মেরামতি কাজ করতে চায়। কিন্তু সেই সুযোগ তারা পাচ্ছেন না। তাদের যা পড়ুয়া সংখ্যা সেই অনুপাতে জায়গা তারা পাচ্ছে না। তিনি জানিয়েছেন স্কুল মেরামতির বিষয় ইতিমধ্যে সরকারের সাথে আলোচনা হয়েছে।

অভিভাবকদের একাংশ এদিন আশঙ্কা প্রকাশ করেন যে গার্ডেনরিচে বহুতল ভেঙে যেই দুর্ঘটনা ঘটেছে, সেই ঘটনা এই স্কুলে যে কোনদিন ঘটতে পারে। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন