j&k avalanche

কাশ্মীরে তুষারধসে নিহত বিদেশি পর্যটক

জাতীয়

জম্মু ও কাশ্মীরের গুলমার্গে তুষারধসে এক বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। বর্তমানে নিখোঁজ রয়েছেন আরও এক বিদেশি। এক বিদেশিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
‘‘আজ দুপুর ২টো নাগাদ গুলমার্গে তুষারধস হয়, এতে তিন বিদেশি আটকা পড়েন। দুঃখজনকভাবে, তাদের মধ্যে একজন নিহত, একজন আহত এবং একজন এখনও নিখোঁজ,’’ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। সেনা ও জম্মু-কাশ্মীর প্রশাসনের একটি টহলদারি দল উদ্ধার-তল্লাশি অভিযান চালাচ্ছে।
বুধবার আরেকটি তুষারধস শ্রীনগর-লেহ সড়কের সোনমার্গের একটি এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে, যার ফলে সিন্ধু প্রবাহে জলের প্রবাহ বন্ধ হয়ে যায়। কাশ্মীরে গত তিন দিন ধরে মাঝারি থেকে ভারী তুষারপাত হচ্ছে, যা উপত্যকার পার্বত্য অঞ্চলে তুষারধসের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে।

Comments :0

Login to leave a comment