সোমবার ভোপালের ছয় তলা সাতপুরা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ কোটি টাকার আসবাবপত্র এবং ১২,০০০টিরও বেশি গুরুত্বপূর্ণ ফাইল পুড়ে গেছে। এই ঘটনায় কংগ্রেস আগুনের পিছনে ষড়যন্ত্রের অভিযোগ করেছে। যদিও মধ্যপ্রদেশের বিজেপি সরকার দাবি করেছে যে আগুনে কোনও গুরুত্বপূর্ণ ফাইল পোড়েনি।
সাতপুরা ভবনে মধ্যপ্রদেশ সরকারের বিভিন্ন বিভাগ রয়েছে। তৃতীয় তলায় আগুন লেগেছিল এবং বিল্ডিংয়ের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ তলায় তা ছড়িয়ে পড়ে। এই বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য বিধানসভা নির্বাচন, ঠিক তার আগেই এই অগ্নিকান্ডে চক্রান্তের অভিযোগ উড়িয়ে দেওবা যাচ্ছে না।
এক দশকের মধ্যে এই নিয়ে তৃতীয়বার সাতপুরা ভবনে আগুন লেগেছে। এবং কাকতালীয়ভাবে, আগুন সরকারি ভবনের তৃতীয় তলাতেই লাগে, যেমন ২০১২ এবং ২০১৮ সালে আগুন লেগেছিল, সেই বছরগুলিতে বিধানসভা নির্বাচনের ঠিক আগে।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি তবে তা নিয়ন্ত্রণে অভিযান চলছে। তবে, প্রাথমিক তথ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে যে একটি এয়ার কন্ডিশনার বিস্ফোরণের ফলে আগুন লেগে থাকতে পারে। প্রশাসন এখনও তা নিশ্চিত করেনি।
বেশ কয়েকটি দমকল ইঞ্জিন এবং সেনাবাহিনীর বিশেষজ্ঞরা ঘটনাস্থলে ছুটে যান। প্রায় ১২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। সাতপুরা ভবনে অগ্নিকাণ্ডের পেছনে ষড়যন্ত্রের অভিযোগ এনে বিরোধী কংগ্রেস ক্ষমতাসীন বিজেপি সরকারকে আক্রমণ করেছে।
Comments :0