মানুষের প্রতিরোধ পশ্চিমবঙ্গে গণতন্ত্র, শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার সংগ্রামে নতুন ভবিষ্যতের রাস্তা দেখাচ্ছে। পশ্চিমবঙ্গের জনতাকে অভিনন্দন জানিয়ে বিবৃতিতে এ কথা বলল সিপিআই(এম) পলিট ব্যুরো।
মঙ্গলবার বিবৃতিতে পলিট ব্যুরো বলেছে, বাম এবং সহযোগী ধর্মনিরপেক্ষ শক্তির প্রার্থীদের বড় সংখ্যায় জয়ী করার জন্য মানুষকে অভিনন্দন। বামফ্রন্ট এবং অন্য গণতান্ত্রিক শক্তিকে অভিনন্দন জানিয়েছে পলিট ব্যুরো। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘তৃণমূলের বেনজির হিংসাকে অত্যন্ত সাহসে সঙ্গে মোকাবিলা করেছেন তাঁরা।’’
রাজ্য প্রশাসন এবং রাজ্য নির্বাচন কমিশনের কদর্য পক্ষপাতিত্ব দেখিয়েছে। পলিট ব্যুরো বলেছে, ‘‘হিংসার প্রধান উদ্দেশ্য ছিল জনতাকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ না করতে দেওয়া।’’ মনোনয়ন থেকে গণনা পর্যন্ত নির্বাচনের সব স্তরে বেলাগাম হিংসার সমালোচনা করেছে পলিট ব্যুরো। কাউন্টিং এজেন্টদের বের করে দেওয়া, ব্যালট বাক্স ভাঙা, বামফ্রন্ট ও সহযোগীদের পক্ষে ভোট রয়েছে এমন ব্যালট পেপার ফেলে দেওয়ার উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
Comments :0