সরকারি ব্লাড ব্যাঙ্কের অব্যবস্থায় রক্তের চাহিদা মেটাতে এবার পিপলস রিলিফ কমিটি ব্লাড ব্যাঙ্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। প্রয়োজনীয় লাইসেন্সের জন্য পিআরসি’র পক্ষ থেকে আবেদনও করা হয়েছে, লাইসেন্স মিললেই রক্ত সংগ্রহ থেকে ব্লাড ব্যাঙ্কে রক্ত সংরক্ষণ ও রক্ত প্রদানের কাজে তারা নামতে পারবে।
শনিবার সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সাংবাদিকদের জানিয়েছেন, দক্ষিণপন্থীরা রক্তপাত ঘটাচ্ছে। আর আমরা বামপন্থীরা মানুষের রক্তের চাহিদা মেটানোর জন্য প্রতিদিন কোথাও না কোথাও রক্তদান শিবির করছি। এটা চরম অমানবিক যে রক্ত নিয়েও কালোবাজারি হচ্ছে। সরকারি ব্লাড ব্যাঙ্ক ব্যবস্থা ভেঙে পড়ছে, সেখানেও দুর্নীতি হচ্ছে। বামপন্থী রাজনৈতিক কর্মীরা রক্ত দান করছি, কিন্তু রক্ত সংগ্রহ এবং সংরক্ষণ তো আমরা করতে পারি না। শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রে বামপন্থীদের সার্বিক বা মিশন ৩৬০ কর্মসূচিতে এবার আমরা ঠিক করেছি এক্ষেত্রেও গণউদ্যোগ গড়ে তোলা হবে। পিআরসি নিজেরা ব্লাড ব্যাঙ্ক তৈরি করতে আবেদন করেছি। লাইসেন্স পেলেই কাজ শুরু করবে। করোনায় রেড ভলান্টিয়াররা যেভাবে মানুষকে বাঁচাতে নেমেছিল, সেভাবেই বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের উদ্দেশ্য।
রবিবার মানিকতলায় রক্তদান শিবিরে থাকবেন সেলিম।
Comments :0