Delhi Budget

দিল্লির বাজেট আটকে দিয়েছে কেন্দ্র মোদীকে চিঠি কেজরিওয়ালের

জাতীয়

দিল্লির বাজেট পেশ রুখে দেওয়ায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে জানান যাতে "দিল্লির বাজেট বন্ধ না করা" হয়।  দিল্লি সরকারের ২০২৩-২৪-এর বাজেটের উপস্থাপনা, যা মঙ্গলবার হওয়ার কথা ছিল, কেজরিওয়াল সরকারের বিজ্ঞাপন সংক্রান্ত বরাদ্দের উপর কেন্দ্রীয় সরকারের ট্রেডিং চার্জ বিতর্কের মাঝে স্থগিত রাখা হয়েছে।

সোমবার একটি নিউজ চ্যানেলে কেজরিওয়অল অভিযোগ করেছিলেন যে কেন্দ্র "গুন্ডামির" পথ অবলম্বন করছে কেন্র্ল এবং বলেন যে দেশের ইতিহাসে  প্রথমবারের মতো একটি সরকারের বাজেট আটকে রাখা হল।

তার বক্তৃতার একটি ভিডিও ক্লিপ টুইট করেছে আম আদমি পার্টি (AAP)। অন্যদিকে এই ঘটনায় কেজরিওয়ালের পাশে দাঁড়িয়ে রাজ্যসভার সাংসদ কপিল সিবাল মঙ্গলবার বলেছেন যে বাজেট কোনো ট্র্যাফিক সিগনাল না যে ইচ্ছে মতো গাড়ি আটকে দেওয়া যাবে এবং একটি নির্বাচিত সরকারের সাথে এমন আচরণ করা যায় না।

Comments :0

Login to leave a comment