টানটান লড়াইয়ে টাই ব্রেকে হেরে গেলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। সদ্য আঠারোয় পা দেওয়া চেন্নাইয়ের প্রজ্ঞা চারদিন লড়াই চালালেন বিশ্ব দাবা ফাইনালে। টাই ব্রেকের দ্বিতীয় গেমে জয়ী হন প্রতিদ্বন্দ্বী ম্যাগনাস কার্লসেন।
এফআইডিই বিশ্ব দাবায় কার্লসেন প্রথম বার জয়ী হলেন। আর বিশ্বের সম্ভ্রম আদায় করে নিলেন প্রজ্ঞানন্দ। মাত্র আঠারো বছরে এর আগে কেউ এই প্রতিযোগিতার ফাইনালিস্ট হননি।
ভারতের প্রজ্ঞানন্দ আদায় করে নিয়েছেন চ্যাম্পিয়নস টুর্নামেন্টে খেলার ছাড়পত্র। সেই টুর্নামেন্টেই বাছা হবে চৌষট্টি খোপের এই খেলার বিশ্বসেরা ডি লিরেনের চ্যালেঞ্জারকে।
প্রজ্ঞানন্দের সাফল্যে উচ্ছ্বসিত বিশ্ব দাবায় ভারতের মুখ বিশ্বনাথন আনন্দ। বার্তায় লিখেছেন, ‘‘অপূর্ব সাফল্য প্রজ্ঞানন্দের।’’
কার্লসেনের সঙ্গে প্রথম দু’টি ম্যাচ ড্র করেন প্রজ্ঞানন্দ। টাই ব্রেকের প্রথম গেমে জয়ী হন কার্লসেন। দ্বিতীয় গেম ড্র হয়। জয়ী হন কার্লসেন।
Comments :0