MD SALIM HARIPAL

ধর্ম ধর্মস্থানে থাক, রাজনীতির ময়দানে কেন, প্রশ্ন সেলিমের

রাজ্য

ছবি সংগ্রহ থেকে।

অনন্ত সাঁতরা: হরিপাল 

ব্রিগেডের মাঠে গীতাপাঠের নামে ধর্মকে রাজনীতির ময়দানে নামিয়ে আনছে আরএসএস এবং তৃণমূল। শনিবার সিপিআই(এম)র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সংবাদমাধ্যমের প্রশ্নে এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ধর্ম ধর্মস্থানে থাক, রাজনীতির ময়দানে কেন।

সেলিম বলেছেন, ‘‘ধর্মকে বর্ম করে যারা অপকর্ম করছে তাদের সম্পর্কে জনগণকে সাবধান করতে হবে। মণিপুরের দাঙ্গা দেখে সবাইকে শিক্ষা নিতে হবে। ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সে জন মারে আর শুধু মরে।’’

ব্রিগেডের মাঠে যুবদের ইনসাফ সমাবেশ করতে এখনও অনুমতি দেওয়া হয়নি। অথচ সেখানে কেন্দ্র ও রাজ্যের সরকারের মদতে গীতাপাঠের আয়োজন হচ্ছে। এই প্রসঙ্গেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহম্মদ সেলিম বলেছেন, ‘‘বরাবর দেখে এসেছি কোরান পাঠ, গীতাপাঠ, চন্ডীপাঠ এসব নিজের নিজের বাড়িতে অথবা ধর্মস্থানে হয়। ব্রিগেডের ময়দানে শ্রমিক কৃষক মুক্তিকামী মানুষ তাঁদের দাবি দাওয়া নিয়ে সমাবেশ করেন। এটাই বাংলার ঐতিহ্য। কিন্তু পরিবর্তনের যুগে মমতা ব্যানার্জিকে দুর্গা সাজিয়ে আরএসএস নতুন ব্যবস্থা করেছে। যুবরা ইনসাফ ব্রিগেড করতে গেলে পুলিশ মিলিটারি বলছে, অনুমতি নেই। অথচ সেখানে ধর্মসভা হবে। ধর্মটা ধর্মস্থানে থাক, তাকে টেনে হিঁচড়ে রাজনীতির ময়দানে আনা হচ্ছে কেন?’’ 

শনিবার হুগলীর হরিপালে সিপিআই(এম)র হুগলী জেলা কমিটির বর্ধিত অধিবেশনে অংশ নেন মহম্মদ সেলিম। তারই অবসরে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্ণায় বসা চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া সম্পর্কে প্রশ্নের উত্তরে তিনি বলেন, চুরির দায়ে যে ভাইপোর জেলে যাওয়ার কথা তাঁকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী দিল্লীতে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে তদ্বির করতে পারেন। আর যে চাকরিপ্রার্থীদের চাকরি চুরি গেছে, লুট হয়ে গেছে, নিলাম হয়ে গেছে তাঁরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্ণা দিতে পারবেন না? ধর্ণা দিলে জামিন অযোগ্য ধারায় মামলা করে জেলে পোরা হবে? যাদের জেলে থাকার কথা তারা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছে, আর যাদের স্কুলে মাদ্রাসায় পড়ানোর কথা তাঁরা জেল খাটছেন!

Comments :0

Login to leave a comment