মহারাষ্ট্রে পথ দুর্ঘটনায় ২জন মহিলা সহ ৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন প্রায় ২১ জন যাত্রী। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর শনিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বুলধানা জেলায়। পুলিশ জানিয়েছে, রাত ২টো ৩০ মিনিট নাগাদদ ৫৩ নম্বর জাতীয় সড়কের মালকাপুরের নান্দুর ফ্লাইওভারে অমরনাথ ফেরত যাত্রীবাহী বাসের সঙ্গে নাসিক গামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুত গতি হওয়ায় দুমড়ে মুচড়ে যায় বাস দুটি।
ঘটনাস্থলে মৃত্যু হয় ৬ জনের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহত ও নিহদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যাবস্থা করে। যাত্রা দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অমরনাথ ফেরত বাসের চালকেরও। পুলিশ জানিয়েছে অমরনাথ ফেরত বাসটি হিঙ্গোলি যাচ্ছিল। অপর বাসটি নাগপুর থেকে নাশিক যাচ্ছিল। দুর্ঘটনার জরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ দুমড়ে মুচড়ে যাওয়া বাস দুটিকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়। দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।
Comments :0