আগামী ১১ জানুয়ারি আইএসএলের দ্বিতীয় দফার ডার্বি হওয়ার কথা ছিল যুবভারতীতে। এটি মোহনবাগানের হোম ম্যাচ। তবে এই ম্যাচ নিয়েই এবার দেখা মিলেছে জটিলতার।
ওই দিন গঙ্গাসাগর মেলা থাকায় সরকার থেকে প্রয়োজনীয় পুলিশ দেওয়া যাবে না। এই যুক্তিতে ম্যাচ বাতিল হয়েছে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন যে ওইদিন কলকাতায় ডার্বি ম্যাচ করাটা সম্ভব নয়।
এই নিয়ে তিনবার কলকাতায় বাতিল হলো ইস্টবেঙ্গল-মোহনবাগানের ম্যাচ। মার্চেও প্রশাসনিক ব্যর্থতার কারণেই বদলে গিয়েছিল ডার্বির দিনক্ষণ। আগস্টে ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ বাতিল হয়ে গিয়েছিল। আরজি করে নিহত চিকিৎসকের বিচারের দাবিতে আন্দোলনের আবহে নেওয়া হয় ওই সিদ্ধান্ত। তার প্রতিবাদেই দুই প্রধানের সমর্থকরা একত্রিত হয়ে মিছিলে অংশগ্রহণ করেছিলেন। ডুরান্ডের সেই ডার্বি যদিও আর হয়নি। পয়েন্ট ভাগাভাগি হয়েছিল।
এবার এই ডার্বি ম্যাচও মূলত প্রশাসনিক ব্যবস্থার ব্যর্থতায় কারণে অন্যত্র সরে যেতে পারে। তবে বাংলার ফুটবলপ্রেমীদের ভাবাবেগে আঘাত যাতে না লাগে সেই কারণে আয়োজক মোহনবাগান চাইছে ম্যাচ হোক কলকাতাতেই। কিন্তু আইএসএলের সংগঠকরা অন্যদিন ম্যাচ আয়োজন করতে চান না। ১১ তারিখেই তাই ডার্বি ম্যাচ সরে হতে চলেছে ভিনরাজ্যে।
ইস্টবেঙ্গলের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের ভুবনেশ্বর ও জামশেদপুরে খেলতে কোনো সমস্যা নেই। এবার এটাই দেখার যে প্রশাসনিক ব্যর্থতায় দুই প্রধানের সমর্থকরা ফুটবলের মক্কায় বড় ম্যাচ দেখা থেকে বঞ্চিত হয় কিনা।
Comments :0