বিগত কয়েকদিনে পাথর ছোড়া হয় হাওড়া-এনজেপি রুটের বন্দে ভারত এক্সপ্রেসে। ফের পাথর ছোঁড়ার ঘটনা ঘটল বন্দে ভারত এক্সপ্রেসে। এবার বিশাখাপত্তনম রেল ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হল। পাথরের আঘাতের ট্রেনের একটি জানলার কাঁচ পুরোপুরি ভেঙে গেছে। অন্য আরেকটি জানালার কাঁচে চিড় ধরছে। পাথর ছোঁড়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের স্থানীয় কর্তা এএন মূর্ত্তি বৃহস্পতিবার জানিয়েছেন।
রেলের সুরক্ষা বাহিনীর (আরপিএফ) প্রাথমিক তদন্তে জানা গেছে, বুধবার রাতে কাঁচরাপালেম অঞ্চলে কোচ কমপ্লেক্সের পাশে একটি মাঠে কয়েকজন যুবক খেলছিল। ওই সময় তাঁদের মধ্যে ৩ জন এক্সপ্রেস ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে। গোটা ঘটনাটি সিসিটিভি’তে ধরা থাকায় ফুটেছ খুঁটিয়ে দেখে ওই ৩ জন যুবককে চিহ্নিত করে ফেলেন আরপিএফ’র আধিকারিকরা। তাঁদের অভিযোগের ভিত্তিতেই বিশাখাপত্তনম শহর থেকে ওই ৩ জনকে খুঁজে বের করে গ্রেপ্তার করে পুলিশ। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের রেকটি বুধবারই এই শহরে এসেছিল রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য। কিন্তু এর মধ্যেই রেল ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই হামলার শিকার হল এই ট্রেনটি।
Comments :0