DUBRAJPUR EX STUDENTS

শিক্ষকদের শ্রদ্ধা আঠাশ বছর আগে পাশ করা পড়ুয়াদের

জেলা

এভাবেই হয়েছে শ্রদ্ধাজ্ঞাপন।

স্কুলজীবন পার করেছেন আঠাশ বছর আগে। সেই প্রাক্তন পড়ুয়ারাই  সম্বর্ধনা দিলেন স্কুলের শিক্ষকদের।

রবিবার বিকেলে দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের এই ছাত্ররা স্কুলের অবসরপ্রাপ্ত ১১ শিক্ষককে সম্বর্ধনা দিলেন। ১৯৯৫ সালে মাধ্যমিক দিয়েছিলেন এই ছাত্ররা।

 এদিন অনুষ্ঠানের আয়োজন করা হয় দুবরাজপুরের মালঞ্চ অনুষ্ঠান ভবনে। ৪১ জন ছাত্র আয়োজক। এই মহতী অনুষ্ঠানে প্রত্যেক অবসরপ্রাপ্ত শিক্ষককে বরণ করা হয়। পরে প্রত্যেককে উত্তরীয়, স্মারক, ছাতা, দেওয়াল ঘড়ি, ব্যাগ, কফি মগ, দার্জিলিংয়ের চা ও মিষ্টি দেওয়া হয়। 

প্রাক্তন ছাত্র তথা পেশায় শিক্ষক সৌমেন মুখার্জি জানান, অনেক দিনের ইচ্ছা ছিল যাঁদের কাছে শিক্ষা পেয়ে প্রতিষ্ঠিত হতে পেরেছি তাঁদের সম্বর্ধনা দিয়ে আশীর্বাদ নেওয়ার। আজ সেই অনুষ্ঠান হলো।

Comments :0

Login to leave a comment