THEATRE ACTIVIST TORTURED

'নাটক ছেড়ে হনুমান পুজো কর',
এবার রানাঘাটের নাট্যকর্মীকে
মার তৃণমূলের

রাজ্য জেলা

THEATRE ACTIVIST TORTURED নাট্যকর্মী নিরুপম ভট্টচার্য জানাচ্ছেন ঘটনা।

হাথরস থেকে হাঁসখালিতে দলবেঁধে ধর্ষণের প্রেক্ষাপটে নাটক মঞ্চস্থ করে তৃণমূলের হাতে মার খেলেন নাট্যকর্মী। শাসকের রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদ ঘিরে নাটকে তীব্র আপত্তি তৃণমূলের। বাহিনী বাড়িতে গিয়ে মারধর করেছে রানাঘাটের এই নাট্যকর্মী নিরূপম ভট্টাচার্যকে। বাড়িতে থাকা বৃদ্ধ বাবাকেও হুমকি দেওয়া হয়। 

নাটকের মহড়া দেবার ডাকঘর নামক ঘরটিও ভেঙে দেবার জন্য ওই নাট্যকর্মীকে শাসানোর অভিযোগ উঠেছে। রানাঘাট থানা প্রথমে কোনও অভিযোগ নিতে না চাওয়ায় মঙ্গলবার নাট্যকর্মী নিরূপম ভট্টাচার্য রানাঘাট পুলিশ সুপারের কাছে এসে অভিযোগ জানান। 

নিরূপম জানান, ‘‘কবি ভারাভারা রাওয়ের কসাইনামক একটি কবিতা অবলম্বনে নাটকটি মঞ্চস্থ করা হয়েছে। যেখানে রাষ্ট্রকেই কসাই দেখানো হয়েছে। রাষ্ট্রীয় অনাচার ও নিপীড়নের  কথা তুলে ধরা হয়েছে। রূপকধর্মী এই নাটকে উত্তরপ্রদেশের হাথরস থেকে বগটুই হত্যাকান্ড ও হাঁসখালির দল বেঁধে ধর্ষণের ঘটনাকে ব্যবহার করা হয়েছিল।’’ 

মারধর প্রসঙ্গে নাট্যকর্মী নিরুপম ভট্টাচার্য জানান,   ফেব্রুয়ারি মাস নাগাদ নাটকটি আমাদের নিজেদের নাট্যগোষ্ঠী ‘সৃজক’-এর উদ্যেগে মঞ্চস্থ হয় নাট্যোৎসবে। তার থেকেই তৃণমূলের আশ্রিত দুষ্কৃতিরা উতক্ত করতে থাকে। গত  সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ আনুলিয়া পঞ্চায়েতের তৃণমূল সদস্য দেবাশিস কাহারের নেতৃত্বে শুভম দে ও তার মা শিখা দে এবং দেবরাজ মুখার্জি ঘিরে ধরে মারধর করে, জানিয়েছেন নিরুপম। চিৎকার চেঁচামেচিতে বৃদ্ধ বাবা নৃপেন্দ্রনাথ ভট্টাচার্য ঘর থেকে বেরিয়ে এলে তাঁকে শাসানো হয়, ধাক্কা দেওয়া হয়।  নিরূপম জানান, দুষ্কৃতীরা বলছে নাটকের পরিবর্তে হনুমান পুজো করতে। 

নাট্যকর্মীদের ওপর তৃণমূলের হামলা নতুন নয়। কিছুদিন আগে কলকাতার পাইকপাড়ায় এমন ঘটেছে। বিভিন্ন সময়েই প্রতিবাদী নাট্যকর্মী, সংস্কৃতিকর্মীরা তৃণমূলের হামলার মুখে পড়েছেন। দেশের বিভিন্ন জায়গায় বিজেপি এবং সঙ্ঘ পরিবার যা করে বেড়াচ্ছে, রাজ্যে তেমনই আচরণ করছে তৃণমূল।

Comments :0

Login to leave a comment