TMC ATTACK ON CPI(M)

চুঁচুড়ায় সিপিআই(এম)’র
পথসভায় হামলা তৃণমূলের,
আহত দুই পার্টিকর্মী

জেলা

TMC ATTACK ON CPIM চুঁচুড়ায় আহত পার্টিকর্মী।

চুঁচুড়া চক বাজারে সিপিআই(এম)’র পথসভায় হামলা করল তৃণমূল। আহত হয়েছেন আহত দুই সিপিআই(এম) কর্মী। আক্রান্তদের মধ্যে রয়েছেন মহিলারা।

মঙ্গলবার সন্ধায় চকবাজার কো-অপারেটিভ ব্যাঙ্কের সামনে পথসভা করছিল সিপিআই(এম) হুগলি এরিয়া কমিটি। সিপিআই(এম) নেতৃবৃন্দ জানিয়েছেন যে স্থানীয় তৃণমূল কর্মীরা পথসভার অনুমতি দেখতে চায়। বচসা বাঁধিয়ে দেয়। শুরু করে মারধর। তৃণমূলের পাশাপাশি সিপিআই(এম) কর্মীদেরও মারধোর করে পুলিশ।

হুগলি চুঁচুড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং পার্টির হুগলি এরিয়া কমিটির সম্পাদক সমীর মজুমদার এবং পার্টিকর্মী মহুয়া দে আহত হন। সমীর মজুমদারকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়। খবর পেয়ে চুঁচুড়ার আইসি অনুপম চক্রবর্তী পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হন। বড় গন্ডগোলের আশঙ্কায় পথসভা বন্ধ করতে বলেন। এই দিন পুলিশের সামনেই তৃণমূল কর্মীরা সিপিআই(এম) কর্মীদের উপর হামলা চালায়।

চুঁচুড়ার চক বাজারে পথসভা বন্ধ করছে পুলিশ। যদিও পুলিশের অনুমতি ছিল।

স্থানীয় মানুষ জন বলছেন, তৃণমূল অন্যায় করে চলেছে। পথসভায় সে সব বলা হবে। তাই ভয় পেয়েছে। সভা করতে দিচ্ছে না তৃণমূল। 

এরিয়া কমিটির সদস্য শুভাশিস রায় বলেন, সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রীতা দত্তর স্বামী স্বপন দত্ত লোকজন নিয়ে এসে চড়াও হয়ে পথসভা বন্ধ করতে চায়। বাধা দিলে মারধর করে। পুলিশ পথসভার অনুমতি দেওয়ার পরও সভা বন্ধ করে দেয়।

Comments :0

Login to leave a comment