Panchayat vote martyr

বাঁচানো গেল না চোপড়ায় গুলিবিদ্ধ প্রার্থী মনসুরকে, তীব্র ক্ষোভ

জেলা রাজ্য

বিশ্বনাথ সিংহ

 

পঞ্চায়েত ভোটে এবছর প্রথম ভোটার। রাজ্য জুড়ে নৈরাজ্যের বিরুদ্ধে ছোট্ট ছেলেটা নিজেই গ্রাম পঞ্চায়েত প্রার্থী হয়ে লড়াই করবে। একরাশ স্বপ্ন বুকে নিয়ে মনোনয়ন পত্রে নিজের ছবি নিজেই সাটিয়ে ছিলো। মনসুর আজ নিজেই ছবি।  দলবেঁধে মনোনয়ন পত্র হাতে নিয়ে আসতে গিয়ে জল্লাদের হাতে গুলি লাগে মাথায়।  গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পরেন ছোট্ট প্রার্থী কমরেড মনসুর আলি। প্রথমে ইসলামপুর হাসপাতাল। অবস্থা ক্রমাগত সংকটে স্থানান্তরিত করা হয় শিলিগুড়িতে।  বুধবার  রাত ৩.০৯ জীবনাবসান।


সিপিআই(এম), চোপড়া ২ এরিয়া কমিটি দাসপাড়া এলাকার ছাত্র আন্দোলনের সৈনিক। 
এখবর জানিয়ে পার্টির জেলা সম্পাদক আনোয়ারুল হক বলেন, টানা ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়াই ছিলেন। কমরেড মনসুর আলি  বুধবার ভোর ৩.০৯ এ শিলিগুড়ির এক বেসরকারি নার্সিং হোমে আমাদের সকলের কমরেড মনসুর আলম শেষ নিঃস্বাস ত্যাগ করেন। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, চোপড়ার গণতন্ত্র রক্ষার লড়াইয়ে শাসকদলের কাপুরুষোচিত অতর্কিত আক্রমণে কমরেড মনসুর তাঁর সর্বোচ্চ ত্যাগ করেছেন, শহিদের মৃত্যু বরণ করেছেন।  বহু চেষ্টা বহু লড়াইয়ের পরেও তাঁকে বাঁচানো  গেল না। ইতিহাস সাক্ষী থাকবে চোপড়ায় ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনের রূপ দেয় শাসকদল ও প্রশাসন।  

শহিদ কমরেড মনসুর আলমের পরিবার পরিজনের প্রতি অত্যন্ত সমবেদনা ও তাদের পাশে থাকার অঙ্গিকার জানিয়ে সিপিআই(এম) এরিয়া কমিটির সম্পাদক বিদ্যুৎ তরফদার জানান বিকেলে মরদেহ আসবে। হাজার হাজার মানুষের শেষ শ্রদ্ধা হবে। 
এলাকার সর্বস্তরের মানুষ ও পার্টিকর্মীদের শান্তিশৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি।
চোপড়া সহ পশ্চিম বাংলার নৈরাজ্য ও গণতন্ত্র বিনষ্টকারীদের বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক পথে লড়াই জারি থাকবে, শহিদ কমরেড মনসুরের রক্তের কসম লড়াই আমাদের জিততেই হবে। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পার্টির নেতা পলাশ দাস, জীবেশ সরকার, অশোক ভট্টাচার্য।

Comments :0

Login to leave a comment