৭৭ বছরে ভাঙলো প্রথা। ৭৬ তম বর্ষ পর্যন্ত পাড়ার পুজোর রাশ ছিল পাড়ার পুরুষদের হাতে। এবার আর না। মহিলারা এবার পুজোর সব দায়িত্ব সামলাচ্ছেন। প্রতিমা বায়না করা থেকে পুজোর জোগাড়। সব করছেন পাড়ার মহিলারা। হালতু তরুণ সংঘের পুজোয় এবার এটাই নতুন চমক।
এতদিন পর্যন্ত পুজোর জোগাড়ের কাজ করতেন মহিলারা। এবার গোটা পুজো তারাই সামলাচ্ছেন। তবে এই পুজোর উৎপত্তি হালতুর দে বাড়িতে। কয়েক বছর বাড়িতে পুজো হওয়ার পর, বাড়ির লোকেরা সিদ্ধান্ত নেন পুজো বাড়িতে নয় পাড়ায় হোক। ব্যাস সেই থেকে শুরু।
এবারের পুজোর সভাপতি দে বাড়ির মেয়ে যুথি দে। ৭০ ঊর্ধ্ব যুথি দের কথায়, "মহিলারা পিছিয়ে নেই। আমারও পারি গোটা পুজো সামাল দিতে। চাঁদা তোলা থেকে পুজোর কাজ সব এবার আমরাই করেছি। হ্যাঁ ছেলেরাও সাহায্য করেছে।"
তার কথায় ছেলে মেয়ে কোন আলাদা ব্যাপার নয়, সবাই এক।
পুজো কমিটির সদস্য তন্দ্রা বিশ্বাসের কথায়, "অনেক জায়গায় দেখতাম মহিলা পরিচালিত পুজো। মনে একটা ইচ্ছা হতো পাড়ার সব মহিলারা মিলে এক সাথে পুজো করার আজ তা করতে পেরেছি।"
তবে কোন বাড়তি সুযোগ সুবিধার জন্য নয়, এবার এই পাড়ার লোকেরা সেশ্চায় মহিলার হাতে তুলে দিয়েছে পুজো পরিচালনার ভার।
Comments :0