বুধবার নৈহাটির বঙ্কিমাঞ্জল স্টেডিয়ামে শুরু হয়ে গেল কলকাতা লিগ প্রতিযোগিতা। একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমেই হল উদ্বোধনী অনুষ্ঠান। এদিন মাঠে উপস্থীর ছিলেন আইএফএফ সচিব অনির্বাণ দত্ত । মোহনবাগান ক্লাবের ফুটবল সেক্রেটারি স্বপন ব্যানার্জি। আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি। নৃত্য ও সংগীতের এক জমকালো অনুষ্ঠান হল স্টেডিয়ামের মাঠে। বেহালা স্পোর্টিং ক্লাব ডেভিডের গোলে এগিয়ে যায় । গোলটি হয় প্রথমার্ধের ৩২ মিনিটে। ম্যাচের ৩৮ মিনিটে কালিঘাট গোল শোধ করলেও রেফারি তা বাতিল করে দেন। প্রথমার্ধে খেলার ফল ছিল ১-০ । দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে গোলদাতা ডেভিডকে ফাউল করায় রেফারি সরাসরি লাল কার্ড দেখান কালীঘাটের অমৃত পাল সিং। ১০ জনে হয়ে লড়াই আরো কঠিন হয়ে যায় কালীঘাট মিলন সংঘের। শেষের দিকে রক্ষণে লোক বাড়িয়ে খেলতে শুরু করে বেহালা স্পোর্টিং। এই পরিকল্পনাতে খেলেই বাজিমাত করে তারা। সেই এক গোলের সৌজন্যেই প্রথম ম্যাচে জয়ী হল বেহালা স্পোর্টিং ক্লাব। ম্যাচে উপস্থিত ছিলেন মোহনবাগানের প্রাক্তনী এবং বর্তমানে জামশেদপুর এফসির খেলোয়াড় প্রণয় হালদার। তিনি জানান ' কলকাতা লিগ আরো উপরের দিকে যাক। যেসকল দল এই প্রতিযোগিতায় খেলছে তাদেরকে আমার তরফ থেকে অভিনন্দন ' ।
Calcutta football League
কলকাতা লিগের প্রথম ম্যাচে জয়ী বেহালা স্পোর্টিং ক্লাব
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0