গত চার বছর ধরে বেশ জমকালোভাবেই ডুরান্ড প্রতিযোগীতা শুরু করেছে ডুরান্ড কমিটি। এটি এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগীতা । ২০২৩ সালে ইস্টবেঙ্গলকে হারিয়ে মোহনবাগান সর্বাধিক ১৭ বার এই শিরোপা জিতে নিয়েছিল। ২০২৪ এ ফাইনালে টাই ব্রেকারে মোহনবাগানকে হারিয়ে প্রথমবার ডুরান্ড জিতেছিল নর্থইস্ট ইউনাইটেড এফসি। তবে এই বছর এই প্রতিযোগিতা শুরু করা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। একের পর এক আইএসএল ক্লাবগুলি এই প্রতিযোগিতা থেকে প্রত্যাহার করে নিচ্ছে নিজেদের নাম। এই তালিকায় রয়েছে চেন্নাইন এফসি , কেরালা ব্লাস্টার্স, মুম্বই সিটি এফসি , হায়দরাবাদ এফসি , বেঙ্গালুরু এফসি ও ওড়িশা এফসি। আগামী ১৪ জুলাই কোর্টের পক্ষ থেকে ফেডারেশনের অচলাব্যবস্থা ব্যাপারে একটি রায় আসার সম্ভাবনা রয়েছে। ফলে অনিশ্চয়তায় ভুগছে এইসব ক্লাবগুলো। এছাড়াও ফেডারেশনের প্রকাশিত ক্যালেন্ডারে ডুরান্ডের নাম থাকলেও নাম নেই দেশের সর্বোচ্চ লিগ আইএসএলের । ফলে জট খোলার বদলে তা ধীরে ধীরে পাকছে। তাই একের পর এক ক্লাবের নাম প্রত্যাহারে জৌলুস ধীরে ধীরে কমছে এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতার। শোনা যাচ্ছে এই প্রতিযোগিতার সর্বাধিক চ্যাম্পিয়ন মোহনবাগান এবার নিজেদের নাম প্রত্যাহার করতে পারে।
Durand Cup 2025 will be Uncertain
একের পর এক ক্লাবের নাম প্রত্যাহারে জৌলুস হারাচ্ছে ডুরান্ড কাপ
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0