দিনের পর দিন দিল্লির রাস্তায় বসে রয়েছেন আন্তর্জাতিক পদকজয়ী কুস্তিগররা। অভিযোগ কুস্তি ফেডারেশনের চেয়ারম্যান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। অভিযোগ মারাত্মক, মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতনের, অভিযোগ নাবালিকা নির্যাতনেরও। বিজেপি চুপ, প্রধানমন্ত্রী চুপ। ব্রিজভূষণ বিজেপি’র সাংসদও। পরিস্থিতি কী দেখুন ভিডিও প্রতিবেদনে।
WRESTLERS PROTEST DELHI
কুস্তিগিররা রাস্তায়, চুপ কেন প্রধানমন্ত্রী,
দেখুন ভিডিও
×
Comments :0