মেয়েদের সুরক্ষা দিতে না পারলে সাসপেনশনও উঠবে না, জাতীয় রেসলিং ফেডারেশনকে শনিবার স্পষ্ট জানিয়ে দিল আন্তর্জাতিক সংস্থা। যৌন হেনস্তায় অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং ঘনিষ্ঠ সঞ্জয় সিং ফেডারেশনের প্রধান নির্বাচিত হয়েই সাসপেনশন প্রত্যাহারের আবেদন করেছিলেন। কিন্তু তা বিশেষ গ্রাহ্য হলো না। এদিকে, বজরঙ পুনিয়ার পর আরও একজন কুস্তিগীর পদ্মশ্রী ফিরিয়ে দিতে চাইলেন। ‘গুঙ্গা পালোয়ান’ বলেই পরিচিত তিনি। সেই বীরেন্দ্র সিংও টুইট করে বলেছেন, ‘‘আমি পদ্মশ্রী ফিরিয়ে দিতে চাই, আমার বোন এবং এই দেশের মেয়ের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী, আমি আপনার দেশের কন্যা এবং আমার বোন সাক্ষী মালিকের জন্য গর্বিত।’’ এই টুইটটি তিনি সচিন তেন্ডুলকর এবং নীরজ চোপড়াকে ট্যাগ করে বলেছেন, দেশের সমস্ত শীর্ষস্থানীয় ক্রীড়াব্যক্তিত্বেরও মুখ খোলা উচিত বলে আমি মনে করি। কিন্তু কেউই কোনও প্রতিক্রিয়া দেননি।
জাতীয় রেসলিং ফেডারেশনের প্রধান পদে সেই ব্রিজভূষণ-ঘনিষ্ঠের জয়ে বৃহস্পতিবারই কুস্তি ছেড়ে দেওয়ার ঘোষণা করেন সাক্ষী মালিক। পরেরদিনই দিল্লির ফুটপাথে পদ্মশ্রী রেখে ফিরে আসেন বজরঙ পুনিয়া। বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে দিনের পর দিন ধরনায় বসে থেকেছেন পদকজয়ী কুস্তিগীররা। আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করা এই অ্যাথলেটরা ন্যায়বিচার পাননি। সময়মতো নির্বাচন না হওয়ায় আন্তর্জাতিক কুস্তি সংস্থা ‘ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং’ (ইউডব্লিউডব্লিউ) সাসপেন্ড করে দিয়েছিল জাতীয় রেসলিং ফেডারেশনকে। সেইসময় ফেডারেশন সভাপতি ছিলেন ব্রিজভূষণ। ইউডব্লিউডব্লিউ’র মুখপাত্র এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘সাসপেনশন তুলে নেওয়ার আগে আমাদের পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে হবে। এই নির্বাচন আদৌ বৈধ কি না, সঠিকভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কি না, তা বোঝা দরকার। সেইসঙ্গে জাতীয় ফেডারেশনের তরফে সরকারি তথ্য, ন্যাশনাল অলিম্পিক কমিটির সম্মতি এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের প্রতিক্রিয়া জানতে হবে।’’
এদিকে, নির্বাচনে জেতার পর থেকেই ব্রিজভূষণ-ঘনিষ্ঠ হওয়ার সুবাদে লাগাতার সমালোচিত হচ্ছেন সঞ্জয় সিং। ব্রিজভূষণই পিছন থেকে ফেডারেশনে ছড়ি ঘোরাবেন বলেও অভিযোগ উঠেছে। এদিন আত্মপক্ষ সমর্থনে সঞ্জয় বলতে বাধ্য হয়েছেন, ‘‘আমি ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ, সেটা কী আমার অপরাধ? আমি ১২ বছর ফেডারেশনের কাজ করেছি। আমি কোনও ডামি প্রার্থী নই।’’ তবে বিজেপি ঘনিষ্ঠদের জয়জয়কার হলেও ফেডারেশনের গুরত্বপূর্ণ পদ সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে লড়া অনিতা শেওরানের নেতৃত্বাধীন প্যানেল থেকে প্রেমচাঁদ লোচাব। কিন্তু লোচাবকে স্বাভাবিকভাবেই ফেডারেশনে মাথা গলাতে দিতে চাইছে না ব্রিজভূষণের দলবল। তাই প্রেমচাঁদের প্রতিদ্বন্দ্বী দর্শন লালকে দিয়ে এদিন অভিযোগ তোলানো হয়েছে, রেসলিং ফেডারেশনের সংবিধান লঙ্ঘন করেছেন লোচাব।
অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর সাক্ষী মালিকের খেলা ছেড়ে দেওয়া, বজরঙ পুনিয়ার পদ্মশ্রী ফেরত অত্যন্ত লজ্জার বলে এদিন সরব হয়েছেন হরিয়ানার মহিলা আন্দোলনের নেত্রীরা। জগমতী সাঙওয়ান, উষা সারোহারা ক্ষোভের সঙ্গে বলেছেন, ‘‘যৌন নির্যাতনে অভিযুক্ত সাংসদকে বাঁচাতে বিজেপি সবরকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আন্দোলনরত কুস্তিগীররা রেসলিং ফেডারেশনের শীর্ষপদ থেকে ব্রিজভূষণকে সরিয়ে দেওয়ার দাবি তোলেন। কেন্দ্রের সরকারও আশ্বাস দিয়েছিল, অন্য কাউকেই ফেডারেশনের প্রধান করা হবে। কিন্তু যিনি হলেন, তিনি সেই সাংসদেরই কাছের লোক। নির্যাতিত কুস্তিগীররা কখনোই এসব মেনে নিতে পারেন না। তাঁদের ন্যায়বিচারের জন্য আন্দোলন জারি থাকবে।’’
Wrestlers' Protest
আগে মেয়েদের সুরক্ষা, পরে সাসপেনশন প্রত্যাহার স্পষ্ট জানালো আন্তর্জাতিক কুস্তি সংস্থা
×
Comments :0