জি ২০ অধিবেশনের আগে এলইডি আলোয় সাজিয়ে তোলা হবে অজন্তা ইলোরা। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়াএকটি সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের (এএসআই) আধিকারিক মিলন কুমার চৌলে। জি ২০’র একটি অংশ মহিলা জি ২০’র অধিবেশন বসবে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহরে। ২০২৩ এর ১২-১৩ ফেব্রুয়ারি তা অনুষ্ঠিত হবে। তার আগেই এই কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে এএসআই।
এএসআই’র পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা পাঁচটি গুহা এলইডি লাইট দিয়ে সাজিয়ে তুলবে। ৫, ১০, ১৬, ২৯ এবং ৩২ নম্বর গুহায় যেই গুহা চিত্র গুলি রয়েছে তাকে এই আলোর মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হবে। তার সাথে প্রবেশ পথেও কিছু কাজ করা হবে বলে এএসআই সূত্রে খবর।
Comments :0