এবার তিহার জেলে যেতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে। মঙ্গলবার গরু পাচার মামলাব অণুব্রতকে দিল্লির রাউস অ্যাভেনিউ আদালতে পেশ করে ইডি। আদালতের পক্ষ থেকে অনুব্রতর ১৩ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত।
গত ৭ মার্চ অনুব্রত মণ্ডলকে আসানসোল জেল থেকে দিল্লি নিয়ে যায় ইডি। তারপর ইডি হেপাজতেই ছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। অনুব্রত মণ্ডলের দিল্লি যাওয়া আটকাতে বহু চেষ্টা করা হয় তৃণমূলের পক্ষ থেকে। মিথ্যা মামলা সাজিয়ে অনুব্রতর দিল্লি যাত্রা আটকানোর চেষ্টা করা হয়। কিন্তু তাতে কোন লাভ হয়নি।
এই একই মামলায় তিহার জেলে রয়েছেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন এবং তার হিসাব রক্ষক মনীশ কোঠারি।
Comments :0