ATM THEFT

এটিএম লুট করতে গিয়ে টাকা পোড়াল দুষ্কৃতিরা

জাতীয়

atm theft crime news bengali news

গ্যাস কাটার দিয়ে মহারাষ্ট্রের থানে জেলায় একটি এটিএম লুটের ছক কষেছিল দুষ্কৃতিরা। কিন্তু সেই ছক ভেস্তে গিয়েছে। গ্যাস কাটারের তাপে আগুণ ধরে যায় এটিএমে গচ্ছিত থাকা টাকার বাণ্ডিলে। পুলিশ সূত্রে খবর, আগুণের তাপে জ্বলে গিয়েছে ২১ লক্ষ টাকার বাণ্ডিল। 

১৩ জানুয়ারি মাঝরাতে  থানের ডোম্বিভালি টাউনশিপের বিষ্ণুনগর এলাকার একটি রাষ্ট্রায়াত্ত্ব ব্যাঙ্কের এটিএমে হানা দেয় দুষ্কৃতিরা। এটিএম মেশিন ভাঙার জন্য তারা সঙ্গে করে গ্যাসকাটার নিয়ে এসেছিল। 

থানে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গ্যাস কাটার দিয়ে এটিএম কাটার সময় বিপুল তাপ উৎপন্ন হয়। সেই তাপে এটিএম মেশিন গলে যায়। তারফলে মেশিনের মধ্যে থাকা টাকাও নষ্ট হয়ে যায়। 

পুলিশ জানিয়েছে, নষ্ট হওয়া টাকার মোট পরিমাণ ২১ লক্ষ, ১১হাজার ৮’শো। এটিএমের দায়িত্বে থাকা আধিকারিকরা ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছেন। তদন্ত শুরু হয়েছে। 

থানে পুলিশ জানাচ্ছে, এলাকার সিসিটিভি ফুটেজগুলি খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৫৭, ৩৮০ এবং ৪২৭ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে। 

Comments :0

Login to leave a comment