সোমবার কল্যাণী এআইআইএমএস হাসপাতালে হবে কুলতলির নির্যাতীতার দেহর ময়নাতদন্ত। রবিবার নির্যাতীতার বাবার দায়ের করা মামলার ভিত্তিতে এই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে পকসো আইন যুক্ত করতে হবে এবং বারুইপুরের পকসো আদালতে মামলা স্থানান্তর করতে। তবে এদিন আদালতের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে কল্যাণী এআইআইএমএস হাসপাতালে যদি ময়নাতদন্ত না হয় তবে কল্যাণী জেএনএম হাসপাতালে তা করতে হবে।
নির্যাতীতার পরিবারের আইনজীবী বিল্লদল ভট্টাচার্য জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে যেই ধারা দেওবা হয়েছে তাতে ধর্ষণের কোন ধারা দেওয়া হয়নি। যা নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে।
Joynagar
জয়নগরের নির্যাতীতার ময়নাতদন্ত হবে কল্যাণীর এআইআইএমএস
×
Comments :0