বুধবার শপথের পর সাংবাদিকদের মুখোমুখি হয় সাগরদিঘির কংগ্রেস বিধায়ক। সম্প্রতি বায়রনের একটি কল রেকর্ড প্রকাশ্যে এনে তাঁর গ্রেপ্তারির দাবি করেছে তৃণমূল। সেই বিষয় তাকে প্রশ্ন করা হলে সে বলে, ‘বিষয়টা আদালতে বিচারাধীন। এই বিষয় কোন মন্তব্য করবো না।’ তিনি আরও বলেন, ‘এর আগেও তৃণমূল আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেছে। কিন্তু ওরা পারেনি। আমি যদি তৃণমূল করতাম তাহলে কোন সমস্যা হতো না। কংগ্রেস করি বলেই আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।’
রাজ্য সরকারের এই প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে প্রথম থেকে সরব হয়েছে সিপিআই(এম)। নেতৃত্বের কথায় কেন্দ্রের শাসক দল বিজেপি যেমন ভাবে বিরোধীদের দমিয়ে রাখতে চাইছে, ঠিক সেই ভাবে পুলিশকে ব্যাবহার করে বিরোধীদের মিথ্যা মামলা দিয়ে দমিয়ে রাখতে চাইছে তৃণমূল সরকার।
Comments :0