Bandel Burdwan train service

ব্যান্ডেল বর্ধমান শাখায় বন্ধ ট্রেন চলাচল

রাজ্য

অভীক ঘোষ 

বুধবার রাতে শক্তিগড়ে ডাউন বর্ধমান ব্যান্ডেল লোকাল লাইনচ্যুত হওয়ার জেরে ট্রেন চলাচল বন্ধ ব্যান্ডেল বর্ধমান শাখায়। বৃহস্পতিবার আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে যায়। ব্যান্ডেল থেকে বর্ধমান যাওয়ার বর্ধমান থেকে ব্যন্ডেলের দিকে আসার একাধিক ট্রেন বাতিল করা হয়। ট্রেন ধরতে ব্যান্ডেল স্টেশনে এসে বিপাকে পরেন যাত্রীরা। ট্রেন না পেয়ে ফিরে যেতে হয় তাদের। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয় কিছু স্পেশাল ট্রেন মেমারি পর্যন্ত চালানো হচ্ছে। তাতে অবশ্য সমস্যা মেটেনি। সকাল থেকে যাত্রীদের ভীড় ব্যান্ডেল স্টেশনে। সময় সূচী আর মাইকে ঘোষনার দিকে নজর রেখে অপেক্ষা করছেন যাত্রীরা। সকালের দিকে বর্ধমান লোকাল গ্যালোপিং হওয়ায় নিত্য যাত্রীরা ডাউন বর্ধমানে ভরসা করেন। 

ছবি: নিত্য যাত্রীদের ভীড় স্টেশনে।

Comments :0

Login to leave a comment