BJP'S STATEMENT ON WOMEN'S DRESS

মহিলাদের পোষাক নিয়ে কদর্য মন্তব্য করল বিজেপি

জাতীয়

BJP CONGRESS DIGNITY OF WOMEN BENGALI NEWS INDIAN POLITICS মহিলাদের পোষাক নিয়ে মন্তব্য করেছেন কৈলাশ বিজয়বর্গীয়

ফের একবার মহিলাদের পোষাক নিয়ে কদর্য মন্তব্য করল বিজেপি। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ইন্দোর শহরে মহাবীর জয়ন্তী এবং হনুমান জয়ন্তীর একটি অনুষ্ঠানে যোগ দেন বিজেপি’র সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়। সেখানে তিনি বলেন, ‘‘যেই মহিলারা অশালীন পোষাক পরেন, তাঁদের সূর্পনখার মতো দেখতে।’’

বিজেপি’র পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনার বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের মত প্রকাশ করলেই মহিলাদের সূর্পনখা ইত্যাদি বিশেষণে ভূষিত করা বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক কৌশল। ইন্দোরের ঘটনাতেও দেখা গেল তাঁরই প্রতিফলন।

এখানেই থেমে না থেকে বিজয়বর্গীয় বলেন, ‘‘ রাতের বেলায় আমি দেখি যুব সমাজ নেশা করছে। ইচ্ছা করে গাড়ি থেকে নেমে ঠাঁটিয়ে একটা চড় মারি।’’

তিনি এর সঙ্গে যোগ করেন, ‘‘ মেয়েরা এখন অশালীন পোষাক পরতে দুইবারও ভাবছে না। আমরা মেয়েদের দেবীর চোখে দেখি। কিন্তু বর্তমান প্রজন্মের মেয়েদের মধ্যে সেই বোধের ছিঁটেফোটা নেই। তারফলে তাঁদের সূর্পনখার মত দেখতে লাগে।’’

বিজয়বর্গীয় আরও বলেন, ‘‘ ঈশ্বর মেয়েদের সুন্দর শরীর দিয়েছে। অশালীন পোষাক পরে তাঁর শুদ্ধতা নষ্ট করা উচিত নয়।’’

টুইটারে বিজয়বর্গীয়’র এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় শুরু হয়। কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি সমাজকর্মী এবং সাধারণ মানুষের তরফেও কৈলাশ বিজয়বর্গীয়’র এই বক্তব্যের তীব্র নিন্দা করা হয়। ‘নেটিজেন’রা একবাক্যে জানান, বিজয়বর্গীয়’র এই বক্তব্য থেকে বিজেপি’র নারীবিদ্বেষী এবং নীতি পুলিশী মানসিকতাই প্রকাশ পেয়েছে।

কংগ্রেস মুখপাত্র সঙ্গীতা শর্মা দাবি করেন, ‘‘ এই জাতীয় মন্তব্যের জন্য মহিলাদের কাছে নিঃশর্ত ভাবে ক্ষমা চাইতে হবে বিজেপিকে।’’

তিনি বলেন, ‘‘ বিজেপি প্রতি পদে মহিলাদের অসম্মান করে। এটাই ওদের নীতি এবং আদর্শ। স্বাধীন ভারতে মহিলাদের পোষাক নিয়ে মন্তব্য করা যায় না, এটা বিজেপি ভুলে গিয়েছে। অবিলম্বে মহিলাদের কাছে নিঃশর্ত ভাবে ক্ষমা চাইতে হবে বিজেপিকে।’’

Comments :0

Login to leave a comment