আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত মূর্শিদাবাদের রানিনগর ২ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাই কোর্ট। এদিন বিচারপতি অমৃতা সিনহা ডোমকলের মহকুমার শাসককে নির্দেশ দিয়েছেন যে এখনই ভোটাভুটির মাধ্যমে কোন বোর্ড গঠন করা যাবে না। বোর্ড গঠনের ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে যদি কোন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে তবে তা কার্যকর করা যাবে না বলে আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
কংগ্রেসের অভিযোগ বোর্ড দখলে নেওয়ার জন্য মিথ্যা মামলায় বিরোধী জয়ী সদস্যদের ফাঁসানো হয়েছে শাসক দলের পক্ষ থেকে। রানিনগর ২ পঞ্চায়ের সমিতি বামফ্রন্ট এবং কংগ্রেস জয়ী হয়। সেই পঞ্চায়েত দখল করার জন্য প্রথম থেকে চেষ্টা চালিয়ে যায় তৃণমূল, এমনটাই অভিযোগ বাম-কংগ্রেসের। কংগ্রেসের অভিযোগ মিথ্যা মামলায় পঞ্চায়েতের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। আরও যেই সব সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হয়েছে তারা পলাতক বলে আদালতে জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। উল্লেখ্য এর মধ্যে কয়েকজন কংগ্রেসের জয়ী সদস্য দল বদল করে তৃণমূলে যোগ দিবেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে বোর্ড দখল করতে চাইছে তৃণমূল।
শুক্রবার রানিনগরে বিজয় সমাবেশের ডাক দেওবা হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে। সেই সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় কংগ্রেস কর্মীদের বাঁধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশ এবং তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। সেই বাঁধা উপেক্ষা করে সমাবেশ থেকে ফেরার পথে ফের উত্তপ্ত হয় পরিস্থিতি। পুলিশ এবং তৃণমূলের অভিযোগ কংগ্রেস কর্মীরা তাদের ওপর হামলা চালায়। সেই ঘটনায় এখনও পর্যন্ত ওই পঞ্চায়েতের সভাপতি সহ ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ৩১ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় আদালতের পক্ষ থেকে।
Comments :0