ফের নির্বাচনের আগে চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জী। এর আগে বিধানসভা নির্বাচনের আগেও পায়ে চোট পেয়ে ব্যণ্ডেজ করে তাঁকে প্রচার চালাতে হয়েছিল। এবার জলপাইগুড়ি থেকে ফেরার পথে দুর্যোগের মধ্যে পরেছিল তার হেলিকপ্টার। বৈকুন্ঠপুরের জঙ্গলের ওপর থেকে উড়ে আসার সময় ঝড়ের মধ্যে পরে মুখ্যমন্ত্রীর কপ্টার। ফলে সেবক বিমানঘাটিতে জরুরি অবতরণ করা হয় তার কপ্টারটিকে।
ঝড়ের মধ্যে কপ্টারে প্রবল ঝাকুনিতে পায়ে ও কোমরে চোট পান মমতা ব্যানার্জী। তরীঘরী তাঁকে নিয়ে আসা হয় কলকাতায়। তারপর চিকিৎসার জন্য তাঁকে নিয় যাওয়া হয় এসএসকেএমে। সেখানে তাঁকে এমআরআই করে হুইল চেয়ারে করে বের করা হয়। চিকিৎসক মনোময় বন্দোপাধ্যায় বলেছেন তাঁ বা-পায়ের হাটু ও কোমরের লিগামেন্টে চোট লেগেছে।
মন্তব্যসমূহ :0