Strike Kerala

মিছিল বাম গণতান্ত্রিক ফ্রন্টের, অচল কেরালা

জাতীয়

বুধবার তিরুবনন্তপুরমে ধর্মঘটের সমর্থনে রাজভবন অভিমুখে মিছিলে বাম গণতান্ত্রিক প্রন্ট নেতৃবৃন্দ।

কেন্দ্রের শ্রমিক বিরোধী শ্রম কোডের বিরুদ্ধে ব্যাপক ধর্মঘট হয়েছে কেরালায়। রাজ্যের স্বাভাবিক জনজীবন সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছে বুধবার।
১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের ডাকে এই ধর্মঘটের প্রস্তুতিতে ব্যাপক প্রচারও চলেছে কেরালায়। রাজ্যের বাম গণতান্ত্রিক ফ্রন্ট পূর্ণ সমর্থন দিয়েছে ধর্মঘটে। যোগ দিয়েছে সব অংশের জনতা। 
বুধবার স্তব্ধ থেকেছে কেরালার সরকারি গণপরিবহণ এবং সরকারি দপ্তর। বন্ধ ছিল বেসরকারি প্রতিষ্ঠানও। 
এদিন সকালেই রাজ্য রাজধানী তিরুবনন্তপুরমে বিশাল মিছিল হয় ধর্মঘটের সমর্থনে। বাম গণতান্ত্রিক প্রন্টের নেতৃবৃন্দ যোগ দেন মিছিলে। অংশ নেন বহু মানুষ। অচল হয়ে পড়ে রাস্তাঘাট। 
শ্রমিক-কর্মচারীদের সঙ্গে যোগ দেন কৃষিজীবীরাও। যোগ দেয় ছাত্র-যুব-মহিলা সহ অন্য অংশও। রাজধানী তিরুবনন্তপুরম সহ সর্বত্র জনশূন্য হয়ে পড়ে রাস্তাঘাট। ধর্মঘটে সমর্থন জানিয়ে রাস্তায় নামেন বিভিন্ন অংশের শ্রমজীবীরা। 
ধর্মঘটে ছাড় ছিল জরুরি পরিষেবায়। কেরালায় কেবল হাসপাতাল, স্বাস্থ্য পরিষেবা, দুধ সরবরাহ, দমকলের মতো জরুরি ক্ষেত্রগুলি সচল ছিল।

Comments :0

Login to leave a comment