রাম মন্দির উদ্বোধনে থাকছে না কংগ্রেস। যাবেন না সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অধীর চৌধুরিরা। বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। দলের পক্ষ থেকে বিবৃতিতে রাম মন্দিরকে কেন্দ্র করে বিজেপি এবং আরএসএসের লোকসভা নির্বাচনের আগে যেই রাজনৈতিক প্রচার তার বিরোধীতা করা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, গোটা দেশের বহু মানুষ রামের পুজো করে থাকেন। ধর্ম একজনের ব্যাক্তিগত বিষয়। কিন্তু লোকসভা নির্বাচনের আগে অর্ধ সমাপ্ত রাম মন্দির অযোধ্যায় যে ভাবে উদ্ধোধন করা হচ্ছে তা লোকসভা ভোটের আগে রাজনৈতিক কর্মসূচিতে পরিনত হয়েছে। উল্লেখ্য অযোধ্যার বাবড়ি মসজিদ ভাঙার পর সেখান থেকে রাম মন্দিরের কোন প্রত্নতাত্তিক প্রমান পাওয়া যায়নি। ২০১৯ সালে সুপ্রিম কোর্ট যেই রায় দিয়েছে তাতে তারা স্পষ্ট জানিয়েছে যে সাধারণ মানুষের ভাবাবেগকে গুরুত্বকে মাথায় রেখে রাম মন্দির তৈরি করার রায় আদালতের পক্ষ থেকে দেওয়া হয়েছে।
প্রায় ১৮০০ কোটি টাকা খরচ করে রাম মন্দির তৈরি করা হচ্ছে অযোধ্যায়। প্রধানমন্ত্রী তার উদ্বোধন করবেন। বক্তব্য রাখতে পারেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আরএসএস এবং বিজেপির বাবরি মসজিদ ভাঙা এবং সেখানে রাম জন্মভূমি নিয়ে উগ্র-সাম্প্রদায়িক প্রচার গোটা দেশের সম্প্রীতির পরিবেশকে নষ্ট করেছিল। ২০১৪ সালের পর থেকে ফের নতুন করে রাম মন্দির তৈরি করা নিয়ে সাম্প্রদায়িক উষ্কানি দিতে থাকে আরএসএস। পরবর্তী সময় সুপ্রিম কোর্টের রায় তাদের পক্ষ গেলে শুরু হয় মন্দির নির্মানের কাজ। উল্লেখ্য বাবরি মসজিদ ভেঙে রামমন্দির তৈরির মামলায় রায় দেওয়ার সময় সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে পরে অন্য ধর্মীয় উপাসনা ক্ষেত্রে দেশে চালু আইন মানা হবে। ১৯৯১ সালে উপাসনাস্থল আইনে বলা হয়েছিল যে তার চরিত্র বদলানো যাবে না।
Ram Mandir
রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে না কংগ্রেস
×
Comments :0