COVID SURGE IN CHINA

বাড়ছে কোভিড, ১০ দফা ব্যবস্থা চীনে

আন্তর্জাতিক

covid omicron new varient india china BF7

সংক্রমণ রোধে নতুন করে দশ দফা ব্যবস্থা নেওয়া হয়েছে চীনে। সংবাদমাধ্যম শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণের ধরনে পরিবর্তন দেখা যাচ্ছে। সেই দিক বিবেচনায় রেখে নেওয়া হচ্ছে ব্যবস্থা। এর আগে নভেম্বরে ২০ দফা ব্যবস্থা বিধি ঘোষণা করেছিল চীন। এই নিয়ে সংক্রমণের প্রায় তিন বছরে নয়বার আলাদা আলাদা নিয়ন্ত্রণ বিধি চালু হয়েছে।

সংবাদমাধ্যমের একাংশ জানাচ্ছে ওমিক্রনের বিএফ.৭ সাব ভ্যারিয়ান্টের কারণে এই পর্বে ছড়াচ্ছে সংক্রমণ। এই প্রসঙ্গে চীন মনে করিয়েছে যে তিন বছর সংক্রমণের সঙ্গে লড়াই করে অর্থনৈতিক কাজকর্মও চালিয়ে যাওয়া হয়েছে। শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯’র তৃতীয় ত্রৈমাসিক থেকে ২০২২’র তৃতীয় ত্রৈমাসিকে বৃদ্ধির গড় হার ৪.৬ শতাংশ থেকেছে। তবে সংবাদমাধ্যমের একাংশের দাবি, সংক্রমণ গুরুতর চেহারা নিয়েছে চীনের বেশ কয়েকটি জায়গায়।

 

Comments :0

Login to leave a comment